ABOUT COAB
আমাদের সম্পর্কে

বাংলাদেশ উপকূলীয় জাহাজ মালিক সমিতি (সিওএবি) দেশের উপকূলীয় জাহাজ শিল্পের প্রধান সংগঠন। ২২ জুন ১৯৯৮ সালে নিবন্ধিত (নিবন্ধন নং: C-423) এই সংগঠনটি দেশের উপকূলীয় জাহাজ শিল্পের উন্নয়ন, সুরক্ষা এবং স্বার্থ রক্ষায় কাজ করে আসছে।

মিশন:

  • বাংলাদেশে উপকূলীয় জাহাজ শিল্পের উন্নয়ন ও বৃদ্ধি প্রসার করা।
  • উপকূলীয় জাহাজ মালিক ও অপারেটরদের স্বার্থ রক্ষা করা।
  • উপকূলীয় জাহাজ চলাচল নিরাপদ ও দক্ষ করা।
  • সমুদ্রপথ শিল্পের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখা।

ভিশন:

  • বাংলাদেশে উপকূলীয় জাহাজ মালিকদের প্রধান প্রতিনিধি হিসেবে আত্মপ্রকাশ করা।
  • বাংলাদেশকে সমুদ্রপথ শিল্পে আঞ্চলিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা।
  • টেকসই ও পরিবেশবান্ধব সমুদ্রপথ শিল্প গড়ে তোলা।
  • সকলের জন্য নিরাপদ ও সুরক্ষিত সমুদ্রপথ পরিবেশ নিশ্চিত করা।
OUR ACTIVITIES
সদস্যদের স্বার্থ রক্ষা

বাংলাদেশ উপকূলীয় জাহাজ মালিক সমিতি (সিওএবি) উপকূলীয় জাহাজ শিল্পের সকল সদস্যের স্বার্থ রক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে এ লক্ষ্য অর্জন করি

জাহাজ শিল্পের বিকাশ

বাংলাদেশের উপকূলীয় জাহাজ শিল্পের বিকাশের প্রচুর সম্ভাবনা রয়েছে। সরকারের নীতিগত সহায়তা, বিনিয়োগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এই শিল্প আরও উন্নত হতে পারে

নীতিমালা প্রণয়ন

বাংলাদেশ উপকূলীয় জাহাজ মালিক সমিতি (সিওএবি) উপকূলীয় জাহাজ শিল্পের সুষ্ঠু পরিচালনা ও উন্নয়নের জন্য প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

OUR EXECUTIVE MEMBERS

Our seasoned leadership team brings a wealth of industry expertise and strategic vision.

OUR GENERAL MEMBERS

Meet the driving force behind our company’s success.

IMAGE GALLERY

Browse through our captivating images.

OUR RECENT NEWS

News & Announcements: Stay Informed